প্রিয় পাঠক/পাঠিকা,
স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে আপনাকে স্বাগতম।
বিনামূল্যে লাইব্রেরি থেকে বই
পড়ুন, আনন্দের সাথে দিন অতিবাহিত করুন।
➡️সদস্য হতে প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এর একটি ফটোকপি।
২. লাইব্রেরিয়ান এর নিকট থেকে ‘সদস্ ফর্ম’ নিয়ে পূরণ করে জমা দিতে হবে।
➡️নিয়মাবলী:
যত্ন সহকারে বই পড়বেন এবং পড়া শেষ হলে লাইব্রেরিয়ানের নিকট জমা দেবেন।
➡️নতুন পাঠক হলে আপনি সর্বোচ্চ ১টি বই নিতে পারবেন এবং পুরোনো পাঠক হলে আপনি
সর্বোচ্চ ২টি বই একসাথে নিতে পারবেন।
বই ১৫ দিনের মধ্যে পড়া শেষ করবেন, যদি পড়া
শেষ না হয় সেক্ষেত্রে লাইব্রেরিয়ান কে ফোন করে ফেরত দেওয়ার তারিখ পরিবর্তন করে নিবেন
➡️ বাড়িতে বসে বই পেতে লাইব্রেরিয়ান কে ফোন করতে পারেন অথবা স্বয়ম্ভর পাবলিক
লাইব্রেরির ফেসবুক পেইজে এসএমএস দিয়ে যোগাযোগ করতে পারেন।
➡️ এছাড়াও সবয়ন্তর পাবলিক লাইব্রেরি (SPL) লিখে ফেসবুকে সার্চ করে স্বয়ন্তর পাবলিক
লাইব্রেরির ফেসবুক গ্রুপে যুক্ত হলে, আপডেট করা বই এর তালিকা দেখে আপনার যে বই
টা প্রয়োজন কমেন্ট বক্সে বা এস এম এস করে অথবা লাইব্রেরিয়ান কে ফোন করে জানালে
আপনার বাড়িতে বই পৌঁছে যাবে।
➡️স্বয়ন্তর পাবলিক লাইব্রেরিতে প্রতি সপ্তাহে শুক্রবার বিকালে সাপ্তাহিক পাঠচক্র এবং প্রতি
মাসে একটি নির্দিষ্ট বইয়ের উপর মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়।
➡️বই পড়ার পরে আপনার মতামত বা বুক রিভিউ লাইব্রেরির ফেসবুক গ্রুপে বা কাগজে লিখে
জমা দিলে পরবর্তী মাসে তাকে লাইব্রেরি থেকে উপহার দেওয়া হয়।
ফেসবুক গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/spl.alamdanga/
ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/spl.alamdanga