স্বয়ম্ভর লাইব্রেরিতে রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক, স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি
আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা পর্বের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং তাঁর রচনাসমগ্র নিয়ে বিভিন্ন অভিমত ব্যক্ত করেন। এতে উঠে আসে রবীন্দ্রনাথের ব্যক্তি ও পারিবারিক জীবনসহ লেখালেখির আদ্যোপান্ত।
এরপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা ও বিভিন্ন উপন্যাসের অংশবিশেষ পাঠের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের সূচনা হয়। সর্বশেষে খালি গলায় রবীন্দ্রসংগীত পরিবেশন করে শারমিদা উল্লাহ ইরা এবং জেমি ইয়াসমিন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে অংশ নেন সাব্বির, যারীন, মিলন, এজবা, মাইসা, রাকিব ও নিগার সিদ্দিক কলেজের প্রভাষক খাইরুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বয়ম্ভর লাইব্রেরির পক্ষ থেকে শুভেচ্ছা।