স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি
স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি সম্পূর্ণ অলাভজনক একটি পাবলিক পাঠাগার ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় ২০১৪ সাল থেকে স্বেচ্ছাসেবক দ্বারা কার্যক্রম পরিচালিত এই পাঠাগারটি সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে বই পড়ার সুযোগ তৈরী করে দেয়। এছাড়াও ফোন কল বা মেসেজ এর মাধ্যমে পাঠক চাহিদা প্রকাশ করলে বিনামূল্যে পাঠকের বাড়িতে বই পৌঁছে দেয়ার পাশাপাশি পাঠকের পাঠাভ্যাস ধরে রাখতে লাইব্রেরিতে নিয়মিত পাঠচক্রের আয়োজন করে। একটি রুচিসম্মত সমাজ গঠনের প্রত্যয়ে স্বয়ম্ভর লাইব্রেরি পাঠকদের মাঝে প্রমিত উচ্চারণে কথা বলার অভ্যাস গড়ে তুলতে উপস্থাপনা চর্চা ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে।