আজ ২৪ শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে নজরুল জয়ন্তী উদ্যাপন করা হয়।
নজরুল জয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে পাঠকেরা কাজী নজরুল ইসলামের জীবনী, জীবনদর্শন ও রচনাসমগ্র নিয়ে আলোচনা করে। রাকিব মাহমুদ এর উপস্থাপনায় এ আলোচনায় অংশগ্রহণ করে মো: মিলন উদ্দীন, ফিরোজ হাসান, ঈষিকা রামেকা, সালমান জ্যাকি, এজবা খাতুন, সাব্বির রহমান ফিরোজ ও শামরিদা উল্লাহ ইরা।
এরপর খালি গলায় নজরুল সঙ্গীত গাওয়ার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের সূচনা হয়। নজরুল সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে লাইব্রেরি প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সর্বশেষে কবিতা আবৃত্তি ও কাজী নজরুলের বই পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বয়ম্ভর লাইব্রেরির পক্ষ থেকে শুভেচ্ছা।